সম্পাদক ও প্রকাশক :-মোঃ তাহিম বাদশা
আপনি যেই জায়গাটা দেখতেছেনভাবতে পারেন হয়তো এটি সুন্দরবন.....
আদৌ ও কিন্তু এটি সুন্দরবন নই,
এই বনটির নাম "বাবলা বন",
খুব কম খরচে আপনি এই বনটি ঘুরে আসতে পারেন,
এটিও একটি ছোটো খাটো ম্যানগ্রোভ বন,
এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং মীরস্বরাই এর সীমানা মধ্যবর্তী রাস্তার(ঢাকা চিটাগাং রোড) থেকে ঠিক ৫/৬ কি.মি, পশ্চিমে অবস্থিত.
আপনি এই বনটি তে যেতে চাইলে সীতাকুণ্ড এবং মীরস্বরাই এর মধ্যবর্তী বাজার "বড়দারোগার হাট" এ নামতে হবে,
[আরো একটি কথা......
বড়দারোগার হাটের পূর্ব পাশে রুপসী ঝর্ণা অবস্থিত,
এটিও হুবহু খৈয়াছড়া ঝর্ণার মতো]
১. চট্টগ্রাম থেকে এই বনটি তে যেতে চাইলে, "এ.কে খান" থেকে যে কোনো বাসে "বড়দারোগার হাট" পর্যন্ত ৪০টাকা নিবে,
"বড়দারোগার হাট" বাজার থেকে সিএনজি রিজার্ভ ১৫০টাকা নিবে, টোটালি ১৯০টাকা লাগবে,
২. খৈয়াছড়া ঝর্ণা থেকে এই জায়গাটিতে যেতে প্রায় ৫০ টাকা(সেইভ লাইন) খরচ হতে পারে,
৩. সীতাকুণ্ড ইকোপার্ক থেকে যেতে(সেইভ লাইন) ৫০টাকা লাগবে,
৪. আর বাশঁবাড়িয়া বিচ্ থেকে আনুমানিক ৭০টাকা(সেইভ লাইন) লাগবে জনপ্রতি,
এই বনটি সীতাকুণ্ড এবং মীরস্বরাই এলাকাজুড়ে বিস্তৃত,
নৌকার মাধ্যমে আপনি বঙ্গোপসাগরে ও যেতে পারবেন,
এই বনটি তে বিচিত্র ধরনের হরিণ,গুঁইসাপ,মহিষ,গরু,সাপ,পাখি,মৌমাছি দেখতে পাওয়া যায়,
হরেক রকমের মাছ ও দেখতে পাবেন,
আর এর আকাঁবাকাঁ খাল(ক্যানেল) গুলো খুবই মনোমুগ্ধকর,
মোবাইলের মাধ্যমে কিছু ছবি আপনাদের কাছে উপস্থাপনা করলাম,
[বি:দ্র]- কোনো ভুল ক্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন