সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নে ২ওয়াডের দক্ষিণ বগাচতর গ্রামে আগ্নিকান্ডে ৪ বসতঘর পুডে ছাই।



সম্পাদক ও প্রকাশক:- মোঃ তাহিম বাদশা



আলমগীরের রাণাঘরের চুলা থেকে এই আগ্নিকান্ড়ের সুত্তপাত ঘটে পরে গ্যাস সিলিন্ডার থেকে সুত্তপাত হয়ে আগুনের লেলিহান শিখায় ৪ বসতঘর পুডে ছাই হয়ে য়ায। পরে ফায়ার সাভির্স এসে আগুন নিয়তনে আনেন।

সোমবার দুপুর ২:৩০ মিনিটে উপজেলা ১নং সৈয়দপুর ইউনিয়নে বগাচতর গ্রামে ইয়াছিন মোল্লা বাডীতে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জান মানের ক্ষতি না হলে ও প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলো। বর্তমানে এই পরিবার গুলো খোলা আকাশের নিচে বাস করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন